রাজবাড়ীর কালুখালীতে বান্ধবীর জন্মদিনের কেক খেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সাত স্কুলছাত্রী। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীরা হলো- ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি। এদের মধ্যে প্রথম পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে এবং রাফিয়া ও আখিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জানা গেছে, বুধবার তাদের সহপাঠী স্নিগ্ধার জন্মদিন ছিল। টিফিনের সময় জন্মদিনের দাওয়াত খেতে তারা ১৩ বান্ধবী মিলে স্নিগ্ধার বাড়িতে যায়। সেখানে তারা ইলিশ ও খিচুড়ি খায়। এরপর স্কুলে ফেরার পথে স্থানীয় একটি দোকান থেকে তারা সবাই কেক কিনে খায়।
স্কুলে ফিরে কমনরুমে বসার কিছুক্ষণ পর থেকে সাতজনের মাথা ব্যথা ও পেট ব্যথা শুরু হয়। আস্তে আস্তে তারা সাতজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া আক্তার জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুর স্থানান্তর করা হয়েছে। বাকী পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন তারা শঙ্কামুক্ত।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque