কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আবিদপুর গ্রামের উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী।
রবিবার (৩ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী বেগুন ক্ষেতের পাশ থেকে রফিকের লাশ পাওয়া যায়। ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয় বলে স্থানীয়দের ধারণা। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এএনবি২৪ ডট নেট/মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট