বড় পর্দায় পা রাখার আগে থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। ইতোপূর্বেই অনেকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে।
বলিউডের দুই তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং বোন খুশি কাপুর ছুটি কাটাতে মালদ্বীপে রয়েছে ।জাহ্নবীর বয়ফ্রেন্ড শেখর পাহাড়িয়া এবং খুশির বয়ফ্রেন্ড অভিনেতা বেদাং রায়না তাদের সাথে রয়েছে। বেদাং এবং শেখর তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ছবি পোস্ট করে জানান দিয়েছে জাহ্নবী ও তার বোন খুশি ও মালদ্বীপের রিসোর্টে আছে।
[caption id="attachment_13980" align="alignnone" width="864"] খুশি বেদাং এবং শেখরের সাথে জাহ্নবী--ফটো/বলিউড[/caption]
দুই বোন সৈকতে একসাথে ঘুরাঘুরি রিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। তাদের চারজনের ছবি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেনি।
জাহ্নবীর প্রেমিক শেখর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে - বেদাং, যাকে মিডিয়া খুশির বয়ফ্রেন্ড হিসাবে বর্ণনা করেছে, তিনি একজন অভিনেতা যিনি দ্য আর্চিস দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করে। শিখর পাহাড়িয়া, যিনি দীর্ঘদিন ধরে জাহ্নবীর সাথে সম্পর্কে রয়েছেন, তিনি বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে।
ভারতীয় চলচ্চিত্র তারকাদের জন্য মালদ্বীপ অন্যতম জনপ্রিয় গন্তব্য এবং মালদ্বীপে পর্যটক হিসেবে ভারতীয় চলচ্চিত্র তারকাদের সংখ্যা বাড়ছে। বলিউড অভিনেত্রী সানি লিওনও সপরিবারে মালদ্বীপে সফরে রয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।