ছাত্রদল ও ছাত্রলীগ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অন্তত ৬ জন আহত।

স্টাফ রিপোর্টার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও এলাকাবাসীর সঙ্গে ছাত্রলীগ-সমর্থিত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে ছাত্রদলের দুজন নেতা সহ অন্তত ছয়জন আহত হন।

 

প্রত্যক্ষদর্শীদের জানান, শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীরা ফটকের সামনে ব্যানার সাঁটাচ্ছিলেন। অভিযোগ ওঠে যে, কিছু ছাত্রলীগ-সমর্থিত শিক্ষার্থী সেসব ব্যানার ছিঁড়ে ফেলে।

 

এই ঘটনার জেরে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়, যার পর বহিরাগত এক ছাত্রদল নেতা স্থানীয় কিছু যুবককে নিয়ে এসে বিশ্ববিদ্যালয় হলে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সংঘর্ষে রূপ নেয়।

 

এ সময় সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রদল নেতা আবু সাঈদ জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পর তারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানাতে ব্যানার সাঁটানোর উদ্যোগ নিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোজাম্মেল হক বলেন, সংঘর্ষের সঙ্গে ছাত্রলীগ-সমর্থিত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে জড়িত থাকার খবর মিলেছে, তবে তাঁদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের নতুন কমিটি গঠন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম চলছে।