মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামোর কাজ করতে গিয়ে ১৮ মিটার উঁচু থেকে বায়ুপ্রবাহের গর্তে পড়ে ২২ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বুধবার (২৩ অক্টোবর) দেশটির পেনাং রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, দেশটির পেনাং রাজ্যের পোলাও পেনাংয়ে গত ২১ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে ২২ বছর বয়সী ওই বাংলাদেশি নির্মাণ শ্রমিক নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামোর ফর্মওয়ার্ক খোলার কাজ করছিলেন। এমন সময় ১৮ মিটার উঁচু থেকে বায়ুপ্রবাহের গর্তে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত বাংলাদেশি একটি সাব-কন্ট্রাক্টর কোম্পানির সাধারণ কর্মী ছিলেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশির মৃত্যু
বিবৃতিতে আরও বলা হয়, নিচতলায় পড়ে থাকা প্লাইউডের টুকরোসহ ওই শ্রমিককে পাওয়া যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণ সাইটে ভবনের সব বায়ুপ্রবাহ কাঠামো সংক্রান্ত কাজ অবিলম্বে বন্ধের নোটিশ জারি করা হয়েছে।
পেনাং ডিওএসএইচ নিহত শ্রমিকের নিয়োগকর্তাকে ঘটনার কারণ ব্যাখ্যা করে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ এর ১৫(১) ধারা অনুযায়ী বিষয়টি ডিওএসএইচের কাছে উপস্থাপনের জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ দিয়েছে।
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque