আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লায় প্রতিবাদী মশাল মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লা টাউন হল মাঠ থেকে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং আবদুল হান্নান মাসুদ। এসময় কুমিল্লার সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান, মোহাম্মদ সাকিব হোসাইন, রাসেদুল হাসান এবং রুবেল হোসাইনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মশাল মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখতে গিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লা’ বরাবরই শেখ হাসিনার জন্য একটি দুঃস্বপ্নের নাম। ফ্যাসিবাদ যারা প্রতিষ্ঠা করেছে, তাদেও জন্য কুমিল্লা সবসবই একটি আতঙ্কেও নাম। কুমিল্লাবাসী যখন জাগে, তখন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের ফ্যাসিবাদ-দুঃশাসন সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান নেয়। কুমিল্লাবাসী এতোদিন ত্রাসের রাজত্বেও মধ্যে বসবাস করেছে। আমরা কুমিল্লাবাসী এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হয়েছি।
ফ্যাসিবাদী ব্যবস্থার রূপকার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা খবর পেয়েছি, কুমিল্লার সীমান্তবর্তী ত্রিপুরাতে ফ্যাসিবাদী গং রয়েছে, তারা সেখানে জমায়েতের চেষ্টা করছে। কুমিল্লা থেকে স্পষ্টভাষায় ঘোষণা দিতে চাই; এই ফ্যাসিবাদী চক্রের যদি বাংলাদেশে পুনর্বাসনের কোনোরকম পরিকল্পনা থাকে; কুমিল্লাবাসী তা শক্তহাতে প্রতিহত করবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট