মেয়াদ উত্তীর্ণ ও অবৈধভাবে হলে থাকা শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে ৫ দিনের সময় দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।
গত ৪ ফেব্রয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে নির্দেশে বলা হয়, বৈধ শিক্ষার্থীদের স্ব স্ব হলের পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে হবে। স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়া শিক্ষার্থী ও অবৈধভাবে যে শিক্ষার্থীরা আবাসিক হলে থাকছেন তাদের আগামী ৫ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। হল ত্যাগ না করলে প্রচলিত নিয়মে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনা লঙ্ঘন করলে প্রশাসন কর্তৃক কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আগামী ২০ অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হচ্ছে, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী শুরুর দিন থেকে নিজ নিজ আসনের দাবি রাখে। এবছর কোনো শিক্ষার্থী যেন আবাসন সংকটে না থাকে সে বিষয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে আছে।
নির্দেশ অনুযায়ী হল না ছাড়লে প্রাথমিক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্থগিত করা হবে। এরপরও যদি তারা হল না ছাড়ে তাহলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবে প্রশাসন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque