বুড়িচং, কুমিল্লা।।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজোর তৃতীয়দিন মহাষ্টমী। সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের একমাত্র পূজা মন্ডপ ছোট হরিপুর ডাক্তার সুধীর রায় এর বাড়ি শ্রী শ্রী দুর্গা পূজা মন্দির সহ উপজেলার প্রতিটি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় মহা অষ্টমী পূজা। এ উপলক্ষে পুষ্পাঞ্জলি শেষে বলিদান করেন ভক্তরা।
পঞ্জিকা অনুসারে গত বৃহস্পতিবার দিবা ৭টা ৫৩ মিনিট ৫৮ সেকেন্ড অষ্টমী তিথি আরম্ভ হয়ে আজ শুক্রবার দিবা ৭টা ১৭ মিনিট ১১ সেকেন্ড পর্যন্ত। এরপর নবমী আরম্ভ। মহাঅষ্টমী তিথিতে ১০৮টি পদ্মে মায়ের অর্চণা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ তিথিতে সন্ধী পূজা ও কালী পূজা অনুষ্ঠিত হয়।
তবে , এবছর গত বছরের তুলনায় পূজামন্ডপ কমেছে। বুড়িচং উপজেলায় ৩৬টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
এদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার জানান- দুর্গোৎসব সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ বছর শান্তিপূর্ণ পরিবেশে মায়ের পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী বলেন- ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্গ এবং উলুধ্বনিতে মুখরিত প্রতিটি মণ্ডপ। শিল্পীদের রংতুলির ছোঁয়া, বিভিন্ন কারুকাজ ও নানা আলোকসজ্জায় উৎসবের সাজে সেজেছে প্রতিটি মন্ডপ। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। ভক্তদের পূজা- অর্চনা, দেবী-দর্শন, দেবীর পায়ে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজার আনুষ্ঠানিকতা। এর আগে গত বুধবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব আর ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
সনাতনী শাস্ত্র অনুযায়ী- এ বছর দেবী দুর্গা এসেছেন দোলায় বা পালকিতে চড়ে আর বিজয়া দশমীর দিন ঘোটকে বা ঘোড়ায় মর্ত্যলোক ছেড়ে কৈলাসে চলে যাবেন।
উপজেলার ছোট হরিপুর ডাক্তার সুধীর রায় এর বাড়ি শ্রী শ্রী দুর্গা পূজা মন্দির এর সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি ডাঃ শিমূল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র রায় এর সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে এবং আনন্দঘন পরিবেশে তারা তাদের পূজা উদযাপন করছেন। তারা উপজেলা প্রশাসন সহ বুড়িচং প্রেস ক্লাব,আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।। এসময় উপস্থিত ছিলেন,সদস্য শীতল চন্দ্র রায় ,মচিশ চন্দ্র সূত্রধর, অরুণ রায়,কিরণ রায়।
এছাড়া, শংকুচাইল পূর্ব পাড়া স্বর্গীয় ভারত চন্দ্র রায়ের বাড়ির শারদীয় দুর্গোৎসব,পাঁচোড়া দূর্গা মন্দির ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার(১০ অক্টোবর)সন্ধ্যায় উপজেলার উত্তর শ্যামপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার, কোরপাই,লোয়ারচর,শিকারপুর,মোকাম,নিমসার,ভারেল্লা ও ময়নামতি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক। এসময় উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার, বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ।
গাজী জাহাঙ্গীর আলম জাবির।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।