কুমিল্লা।।
ভারতে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ বানচাল, পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীর উপর হামলা, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জশনে জুলুছে বাধা, মাজার ভাংচুর এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মারামারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ১১অক্টোবর(শুক্রবার) বিকেল ৩ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে তাহেরীয়া সুন্নী যুব সংগঠন বাংলাদেশ, কুমিল্লা জেলা কমিটি।
এসময় বক্তব্য রাখেন, পীরে তরিকত আল্লামা মুহিবুর রহমান আশেকী, মুফতি শফিকুল ইসলাম তাহেরি,মাওলানা আবু সাইদ নঈমি, মাওলানা পারভেস রেজা সহ তাহেরীয়া সুন্নি যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন, দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আর্ত তাহেরীর উপর নবী-ওলী বিদ্বেষী কর্তৃক হামলা ও গাড়ী ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
গাজী জাহাঙ্গীর আলম জাবির
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট