হারানো বিজ্ঞপ্তি
আমি মো: নিম্নস্বাক্ষরকারী মোঃ সোহেল পিতা -মো: আবু তাহের ,মাতা-নুরনাহার বেগম জাতীয় পরিচয় পত্র নং ঃ ১৯৫২৩৯৫৬৬১।ঠিকানা (স্থায়ী)(বর্তমান) মধ্য পাড়া, গ্রাম - কালিকাপুর বাকশিমুল ইউনিয়ন থানা বুড়িচং জেলা কুমিল্লা , মোবাইল নং -০১৬০৪৮৭৬২৯২।
থানা বুড়িচং, জেলা-কুমিল্লা।থানায় এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, আমি গত ১৫/০৯/২০২৪ ইং তারিখে দুপুর ১২:৩০;মিনিটে কুমিল্লা কোতোয়ালি থানাধীন আমড়াতলী ইউনিয়ন এর তৈলকপি এলাকায় আমার নিকটে থাকা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নিজ নামীয় এইচ.এস.সি পাশের মূল সার্টিফিকেট,অসাবধানতা বশত হারিয়ে যায় ।উক্ত হারিয়ে যাওয়া মূল সার্টিফিকেট এর বিবরণ-
নিম্নে আমার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো।
এইচ.এস.সি এর সার্টিফিকেট যাহার রোল নং-৫৪৩৬০০ রেজিঃ-৫৯১৯৬৯ ,কেন্দ্র -কুমিল্লা ,জি.পি.এ ৪.৯০ গ্রুপ ব্যবসায় শিক্ষা ,সেশন-২০১২-২০১৩,পাশের সন-২০১৪ কুমিল্লা শিক্ষাবোর্ড-কুমিল্লা ।
শিক্ষা প্রতিষ্টান- কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজ। কোতোয়ালি থানায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করিয়া উহার কোন সন্ধান পাই নাই । এ বিষয়ে কোতোয়ালি থানায় ৩০-০৯-২৪ ইং জিডি করা হয়েছে, যার নং-২৫৬৯।
কোন সহোদয় ব্যাক্তি যদি সার্টিফিকেট টি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নং - ০১৬০৪৮৭৬২৯২
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।