প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে গতকাল ১৮ টন (১৮ হাজার কেজি) ইলিশ ভারত পাঠানো হয়েছে। জানা গেছে, ইলিশগুলো ছয়টি ট্রাকে করে বেনাপোল বন্দরে আনা হয়। পরে মান পরীক্ষার পর ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়। বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে ১৮ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতি দুপুরের দিকে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে মাছ বোঝাই ছয়টি ট্রাক ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১৮০ টাকা।
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- স্বর্ণালি এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ। আর ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- কলকাতার আর জে এন্টারপ্রাইজ ও আর এস এন্টারপ্রাইজ। বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, রপ্তানি করা ইলিশের গুণগত মান পরীক্ষা করে ১৮ মেট্রিক টন ইলিশের ছাড়পত্র দেওয়া হয়।
তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।