আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুনঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার রেল স্টেশন চত্বর থেকে ৩ ভারতীয় দালালসহ ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলার বাধারঘাট প্রধান রেলস্টেশন থেকে ভারতের দক্ষিণের একটি রাজ্যে যাওয়ার পথে তাদের আটক করা হয়। আটক সবাই বাংলাদেশের খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলার নাগরিক।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস জানিয়েছেন, তারা সবাই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন। তারা রেলের মাধ্যমে বাইরের রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং চারজন মহিলা রয়েছেন। আটক বাংলাদেশিরা হলেন- রুবেল, কামরুল হোসেন, মুহাম্মদ সায়েম, কাশেম, মুহাম্মদ আইয়ুব আলি, সোহাগ মিয়া, মুহাম্মদ কামাল উদ্দিন, মানোয়ারা বেগম, স্বপ্না খাতুন, জ্বলি বেগম ও প্রবীণ বেগম।
এছাড়া তাদের সঙ্গে তিনজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন আসামের প্রসেনজিৎ সরকার, তার বাড়ি শিলচরে। বাকি দুজন নিয়ামত হোসেন ও পিন্টু মিয়া ত্রিপুরা রাজ্যের। এই তিনজনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বাংলাদেশিদের ত্রিপুরাতে প্রবেশ করতে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে।
ওসি তাপস দাস জানান, অন্যদিকে আটক ১১ জন বাংলাদেশির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। আটককৃতদের রোববার আদালতে তোলা হয়। তাদের প্রত্যেককে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।