স্টাফ রিপোর্টার।
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে খারেরা বিজিবি-৬০ ব্যাটালিয়নের সুবেদার মনোরঞ্জন সরকার এ বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিজিবি টহল দল বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর দু’তলা মসজিদের পুকুর পাড়ে যান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন পাহাড়পুর বেলবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে মো: জুয়েল রানা, নরসিংদী জেলার মাধবদী পৌরসভার কোতায়ালীচর এলাকার চন্দন সাহার স্ত্রী পার্বতী রানি সাহা ও ছেলে চিহ্ন সাহা জয়।
বিজিবি আরো জানায়, আটকের পর তল্লাশি করে আই ফোনসহ চারটি মোবাইল ফোন, বাংলাদেশ ও ইন্ডিয়া সীম, দু’টি রুপার আংটি, একটি পিতলের আংটি ও ৮০ হাজার টাকা উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল রানা মানব পাচারসহ অবৈধ পণ্য চালানের সাথে জড়িত ছিল। খারেরা ক্যাম্পের সুবেদার মনোরঞ্জন সরকার জানান, আসামিরা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তারা কোনো বৈধ কাগজপত্র ও পাসপোর্ট দেখাতে পারেনি। তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।
এএনবি২৪ ডট নেট /শাহজাহান বাশার
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট