মোঃশাহজাহান বাশার স্টাফ রিপোর্টার
হাসপাতালের আদলেই অস্থায়ী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো কুমিল্লা বুড়িচং উপজেলার সহস্রাধিক বানভাসি মানুষ।
আরও পড়ুন ঃ কুমিল্লার দেবিদ্ধারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এক কিশোরের মৃত্যু।
একই ছাদের নীচে মিললো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় জরুরি সব ওষুধ। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কুমিল্লার বন্যা কবলিত এলাকায় বাড়ছে পানিবাহিত নানা রোগ।
এই অবস্থায় বানভাসি মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করে চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা।শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পরযন্ত বুড়িচং উপজেলার জরইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। আরও পড়ুন ঃ চৌদ্দগ্রামে কোন বৈষম্য, অন্যায় ও জুলুম থাকবে না : ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
মেডিকেল ক্যাম্প ঘিরে জরইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনভর ছিলো বন্যার্তদের উপচেপড়া ভিড়। জরইন, হরিপুর, রাজাপুরসহ আশপাশের সহস্রাধিক বাসিন্দা ক্যাম্পে অংশ নেন। চর্মরোগ, জ্বর-কাশি, পেটের পীড়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্তরা ক্যাম্পে আসেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি আলাদা একটি কাউন্টার থেকে প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্প ব্যবস্থাপনায় চিরন্তন সমাজ কল্যাণ সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে জরইন স্টুডেন্টস ফোরামের সেচ্ছাসেবীরা। দুপুরে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। এসময় ক্যাম্পে আসা রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। আহবান জানান, বন্যার পরিবর্তিত পরিস্থিতিতে সবাই যেন নিরাপদ খাবার পানি নিশ্চিত করেন। বানভাসিদের পুনর্বাসনের ব্যাপারে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশবাস দেন সাহিদা আক্তার।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি জানান বন্যার্তরা। সংস্থাটির সভাপতি পীযূষ কান্তি সরকার বলেন, সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। ইতিপূর্বে ২০২২ সালেও নেত্রকোনার সুসং দুর্গাপুরে প্রায় ১,০০০ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সংস্থাটি বর্তমানে বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বেদে জনগোষ্ঠীর শিশুদের অক্ষর জ্ঞান ও মহিলাদের সেলাই প্রশিক্ষন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়াও সমাজে অসহায় ও স্বামী পরিত্যক্ত প্রায় ৮০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষন শেষে মেধা ভিত্তিক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।আজকের এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংস্থাটির কার্যনির্বাহী পরিষদ, স্বেচ্ছাসেবী, দাতা সদস্যসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। চিরন্তনের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য সমাজের সকল পেশাজীবি মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
"আস্থা রাখুন, চিরন্তনের পাশে থাকুন"
এএনবি২৪ডটনেট /মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট