মোঃ শাহজাহান বাশার স্টাফ রিপোর্টার
কুমিল্লা দেবিদ্ধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত সাব্বির মারা গেছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেবিদ্ধার পৌর এলাকার তার নিজ বাড়িতে মারা যান তিনি।
নিহত মো: সাব্বির (১৭) জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনার বিদায়ের পর সারাদেশের ন্যায় দেবিদ্বার উপজেলায়ও গত ৫ আগষ্ট ছাত্র-জনতা আনন্দ মিছিল করে। মিছিলের মধ্যে একপর্যায়ে কিছু দুষ্কৃতকারী থানায় আক্রমণ করে পুড়িয়ে দেয় পুলিশের পিকআপ ভ্যান। পরে থানায় থাকা পুলিশের ওপর আক্রমণও চালায়। তখন পুলিশ গুলি চালালে এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন প্রায় ৬০ জন। ওই সময় সাব্বিরের মাথায় গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওইখানে প্রায় একমাসেরও বেশি সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১৩ সেপ্টেম্বর সাব্বির বাড়িতে ফেরেন। কিন্তু বাড়ি ফেরার একদিন পরই শনিবার সকাল সাড়ে ৯টায় সাব্বিরের মৃত্যু হয়।
আরও পড়ুন, কুমিল্লার ১২ থানায় নতুন ওসি
এবিষয়ে সাব্বিরের মা রিনা বেগম সাংবাদিকদেরকে বলেন, দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় চিকিৎসা শেষে শুক্রবার সন্তানকে নিয়ে বাড়ি আসি। কিন্তু শনিবার সকালে সাব্বির মারা যান। গত দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় তার আর লেখা পড়া করা হয়নি। সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেন।
এবিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফন করার ব্যবস্থা করা হয়েছে এবং সাব্বিরের পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়া হয়েছে বলে তিনি জানান।
এএনবি২৪ /কালাম
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট