মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল নামক স্থানে মোঃ জুবায়ের হোসেন (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোঃ জুবায়ের হোসেন ফেনীরকুল এলাকার টমটম চালক জাফর আহম্মদ এর ছোট ছেলে।
বুধবার সকাল ১১টায় রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ি পাশের পুকুরের পানিতে ডুবে মোঃ জুবায়ের হোসেন এর মৃত্যু হয়।খবরপেয়ে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, শিশু মৃত্যুর ঘটনা খুবই দুঃখ জনক এখন পর্যন্ত আমাকে কেউ যানাই নি, থানায় কোন মামলা হয়নি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।