বিনোদন ডেস্ক।
হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই দেশ ছেড়েছিলেন নাতাশা স্ট্যানকোভিচ। ছেলে অগ্যস্তকে সঙ্গে নিয়েই দেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন নিজের বাড়ি সার্বিয়ায়। এদিকে বিচ্ছেদের পরেই হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছে ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার। দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছেন বলেও শোনা গিয়েছে। এর মাঝেই এবার ভারতে ফিরলেন নাতাশা
সোমবার মুম্বই এসে পৌঁছেছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে মুম্বই এর বৃষ্টি উপভোগ করার কথা জানিয়েছেন তিনি। রবিবার ভারতে আসার সময়ে বিমানে বসেও একটি ছবি শেয়ার করেছিলেন নাতাশা। তবে তিনি একাই এসেছেন নাকি ছেলে অগ্যস্তকে সঙ্গে করে নিয়ে এসেছেন তা এখনো স্পষ্ট নয়। হঠাৎ তাঁর ভারতে আসার কারণ কী তাও জানা যায়নি।
আলাদা থাকছেন হার্দিক নাতাশা গত জুলাই মাসেই বিচ্ছেদ ঘোষণা করেছেন নাতাশা এবং হার্দিক। বেশ কিছুদিন ধরেই নাতাশা এবং হার্দিকের মধ্যে দূরত্ব স্পষ্ট হতে থাকে। শেষমেষ বিশ্বকাপের পরেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করেন হার্দিক নাতাশা। নাতাশা নাকি নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, হার্দিক বড়ই আত্মকেন্দ্রিক। তাঁর এই স্বভাবই নাকি দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি হার্দিক বা নাতাশা কেউই।অন্যদিকে বিচ্ছেদের পরেই একাধিক নারীর সঙ্গে নাম জড়াতে শুরু করেছে হার্দিকের। প্রথমে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে নাম জড়ায় তাঁর। অনন্ত অম্বানির বিয়েতে দুজনের নাচ নেটিজেনদের চোখ এড়ায়নি। তবে এ বিষয়ে আর বিশেষ কিছু শোনা যায়নি।
এএনবি২৪ডটনেট/শাহ,বাশার
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।