
মালদ্বীপে অবৈধ বিদেশিদের গ্রেফতার ও তাদের অবৈধ ব্যবসা বন্ধ করতে বিগত তিন মাস যাবত মালদ্বীপের ইমিগ্রেশন ব্যাপক অভিযান পরিচালনা করছে।
ইমিগ্রেশন এক্স-এর একটি পোস্টে জানিয়ে ইমিগ্রেশন ওয়াচ মালদ্বীপের রাজধানী শহরে অবৈধ অভিবাসীদের বসবাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য পাওয়ার পর গতকাল শনিবার( ১৭ জুলাই) সকালে একটি অভিযান পরিচালনা করে।এই অভিযানে ওয়ার্ক পারমিট বিহীন ১৪ বিদেশীকে আটক করা হয়।
এছাড়াও, রাজধানী মাফানু এলাকায় অপর একটি অভিযানে আবাসন ব্লকে হোটেল ও অবৈধ অভিবাসীদের বসবাস এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়।
সেই আবাসন ব্লকে অভিযান চালিয়ে আট বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
অবৈধ শ্রমিকদের গ্রেফতারে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত দুই হাজারের বেশি বিদেশীকে মালদ্বীপ থেকে বিতাড়িত করা হয়েছে।