এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টা পর্যন্ত সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তবে এর মধ্যে একটি স্পেশাল ফ্লাইটের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে একটি অসমর্থিত সূত্র।
ওই ফ্লাইটে সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনসহ বিগত এক দশকে রাজনৈতিক ভিন্নমত দমনের নামে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা দেশ ছাড়বেন বলে জানা গেছে। এছাড়াও তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের চিহ্নিত দুর্নীতিবাজরাও।
এর আগে আজ সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
এর আগে সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।-একুশে টিভি
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।