মালদ্বীপের রাজধানী মালে অর্কিড প্লাজায় আগুন লেগেছে ,এই ভবন টি অনেক দিন পরিত্যক্ত ( খালি) বাড়িতে আগুন লেগেছে: ঘটনাস্থলে সহিংসতার জন্য একজন মালদ্বীপের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷
পুলিশ স্থানীয় গণমাধ্যম এক বার্তায় জানায়, সোমবার (২৯ জুলাই) ভোর ৩টা ৩২ মিনিটে কর্তৃপক্ষকে আগুনের খবর দেওয়া হয়।এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন পুলিশ ।
পুলিশ আরও উল্লেখ করেছে বিল্ডিংয়ের উপরে আগুন নিচে রাস্তায় সহিংসতার জন্য রাস্তা থেকে মালদ্বীপের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম সান জানতে পেরেছে। তবে, গ্রেফতারকৃতদের সম্পর্কে আর কোন তথ্য প্রকাশ করেনি পুলিশ, পুলিশ বলেছে তারা মামলাটি তদন্ত করছে।আশেপাশে বসবাসকারী এক ব্যক্তি স্থানীয় গণমাধ্যমকে বলেন, মাদকসেবীরা খালি ভবনটিকে মাদকের আস্তানা হিসেবে ব্যবহার করে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।