মালদ্বীপ প্রতিনিধি।
প্রবাসীদের সমসাময়িক সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। তার ধারাবাহিকতায় রোববার (২৮ জুলাই) হাইকমিশনের কাউন্সেলর শ্রম ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ মালদ্বীপের ডেপুটি কন্ট্রোলার অব ইমিগ্রেশন আহমেদ আশফানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ইমিগ্রেশনের বিভিন্ন সমসাময়িক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধকরণ ও ইমিগ্রেশনের বিভিন্ন অপারেশনে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশিরা যাতে কোনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়।
সাক্ষাৎকালে মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট