পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। ভারতের শত্রুদের কড়া জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার কার্গিল যুদ্ধের ২৫ বছর পূর্তি উপলক্ষে লাদাখে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মোদি। এরপরই তিনি সেনাদের উদ্দেশে ভাষণ দেন।
মোদি বলেছেন, ‘আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, তাদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা জম্মু ও কাশ্মিরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ ও ছায়া যুদ্ধ ব্যবহার করে। আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না।’
তিনি বলেন,‘যারা সন্ত্রাসবাদীদের মদদ দেয় তারা কখনোই সফল হবে না। সব সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করে দেব আমরা।’
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।