স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সূর্য এয়ারলাইন্স পরিচালিত একটি বিমান পোখারা শহরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ১৯ আরোহী নিয়ে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) প্রধান নিরাপত্তা কর্মকর্তা অর্জুন চাঁদ ঠাকুর জানিয়েছেন, বিমানটি দুজন ক্রু সদস্য এবং ১৭ জন প্রযুক্তিকর্মী নিয়ে বিমানের রক্ষণাবেক্ষণ খতিয়ে দেখতে পোখারা যাচ্ছিল। বিমান থেকে যে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কাঠমান্ডু পোস্ট অনুসারে, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানের পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।