যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার (২১ জুলাই) জাতির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জানিয়েছেন, তিনি ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এই চিঠিতে বাইডেন বলেন, " যদিও পুনরায় নির্বাচিত হওয়া আমার উদ্দেশ্য ছিল, আমি বিশ্বাস করি আমার দল এবং দেশের বৃহত্তর স্বার্থে আমার সরে দাঁড়ানো উচিত, এবং আমার মেয়াদের বাকি সময় পুরোপুরি প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালনের দিকে মনোযোগ দেয়া উচিত।"
জুন মাসের শেষে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরমেন্সের পর থেকেই তাঁর দলের অনেকে বাইডেনের প্রার্থীতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং তাঁকের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।