বাংলাদেশের পরিস্থিতির অবনতি হওয়ায় পাঁচ শতাধিক মানুষ ভারতে প্রবেশ করেছে
বাংলাদেশে সহিংস বিক্ষোভের কারণে গতকাল ১৩ জন নেপালিসহ প্রায় ২৬০ জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের গেদে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এর মধ্যে ভারত ও নেপালের ১৩৮ জন শিক্ষার্থী রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার মেঘালয়ের ডাউকি চেকপোস্ট দিয়ে ২০২ ভারতীয় ভারতে প্রবেশ করেছে। তাদের অধিকাংশই ছাত্র।
ঢাকায় ভারতীয় হাইকমিশন ভারতে ফিরতে আগ্রহী বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শুরু করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে প্রায় ১৫০০০ ভারতীয় নাগরিক রয়েছে, যার মধ্যে ৮ হাজার ৫০০ শিক্ষার্থী রয়েছে। সমস্ত ভারতীয় নিরাপদ এবং সুরক্ষিত এবং একেবারে প্রয়োজন না হলে তাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।