ঢাকার বিভিন্ন পয়েন্টে বিক্ষুদ্ধ জনগণকে দেখা গেছে। তারা কারফিউ মানছেন না। সেনাবাহিনী মাইকিং করে সরে যেতে বলছে । কিন্তু মানুষ মানছে না। রাজধানী ঢাকার উত্তরা, যাত্রাবাড়ি, মালিবাগ রেলগেট থেকে রামপুরা এলাকা, বাড্ডা, মোহাম্মদপুর — এসব এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী সক্রিয় রয়েছেন বলে আমাদের ঢাকা সংবাদদাতারা জানাচ্ছেন।
ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তারা জানাচ্ছেন, মোহাম্মদপুর থানা ঘেরাও করেছে বিক্ষুদ্ধ জনতা। বিভিন্ন এলাকায় ভাড়া থাকা পুলিশ সদস্যদের অনুসন্ধান করছে বিক্ষুদ্ধ শিক্ষার্থী-জনতা। পুলিশের উপর হামলা করা হচ্ছে। এছাড়া মোহাম্মদপুরে ছাত্রলীগ ও যুবলীগ পেলেই মারধর করা হচ্ছে।
সেনাবাহিনী মাঠে নামলেও তাঁরা এ পর্যন্ত কোন সহিংসতার মুখোমুখি হননি। তবে বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে।
গত কয়েকদিনে ২০০ এর বেশি এমপি সপরিবারে দেশ ত্যাগ করেছে বলে জানা গেছে। তরে এর সত্যতা নিরুপন করা যাযনি।
আর ১৪ দল এ সহিংসতার´ দায় নিবে না বলে আমাদের ঢাকার সংবাদদাতা জানিয়েছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট