নিউজ ডেস্ক ঃচলমান কোটা সংস্কার আন্দোলনে শতাধিক নিহত ও দেশজুরে শিক্ষার্থীদের উপর হামলা, সংঘর্ষের প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছেন বলে জানা গেছে।
ঢাকা থেকে আমাদের সাংবাদদাতা জানিয়েছেন, তিনি সবাইকে সরকার পতনের আন্দোলন শরীক হতে আহ্বান জানিয়েছেন। যোগাযোগ বন্ধ থাকায় আমাদের সংবাদদাতা এর বেশি কিছু জানাতে পারেনি।
তবে সারাদিনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিকি মাকসুদ কামাল ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। দিনভর ঢাকা বিক্ষোভ হয়েছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ২৩ বঙ্গভবন, রমনা ভবন ও আল হেলাল পুলিশ বক্সে আগুন দেয়। এনএসআই এর কেন্দ্রীয় দপ্তরেও হামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে অসংখ্য আহতদের সেবা দিতে হিমশিত খাচ্ছে।
সারাদেশে মৃতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে ৩৬ জনের কথা বলা হয়েছে। কয়েকটি সূত্র বলছে সারাদেশে মৃতের সংখ্যা শতাধিক হতে পারে।
সূত্র /the Mirror Asia
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।