মালদ্বীপের কালো বাজারে মার্কিন ডলারের দাম
এমভিআর ১৮ এর উপরে বেড়েছে।
মার্কিন ডলার মালদ্বীপে বর্তমানে কালোবাজারে ১৮.১০ মালদ্বীপের (এমভিআর) থেকে ১৮.৩০ এমভিআর এর মধ্যে বিক্রি হচ্ছে।
ইউএস ডলারের সরকারি রেট কোন পরিবর্তন নেই যা, সরকারি রেট অনুযায়ী ১৫.৪২ (এমভিআর) এ রয়ে গেছে। তার উপরে আবার মালদ্বীপের ব্যাংক গুলি প্রতিদিন বিতরণ করা মার্কিন ডলারের সংখ্যা সীমাবদ্ধ করে দিয়েছে, ব্যবসায়ী এবং ভ্রমণকারীরা যাদের অতিরিক্ত মার্কিন ডলারের প্রয়োজন হয় কালো বাজারের মতো বিকল্প উত্সগুলি সন্ধান করতে বাধ্য হয়।
তাই মালদ্বীপের ব্যবসায়ীরা মনে করেন মার্কিন ডলারের হার বৃদ্ধির কারনে যে উচ্চ হারে মার্কিন ডলার কিনতে বাধ্য হওয়ায় মালদ্বীপের বাজারের বিক্রি হওয়া পণ্যের দাম বাড়বে।
সূত্র স্থানীয় গণমাধ্যম।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।