
মালদ্বীপের রাজধানীতে গেস্টহাউসে আটক নেপালিকে পুলিশ উদ্ধার করেছে।গ্রেপ্তার ২ বাংলাদেশি।
মালদ্বীপের পুলিশ( শুক্রবার ২৪ মে) রাতে রাজধানী মালে শহরের একটি গেস্টহাউসে আটক এক নেপালীকে উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে, তিনি সুস্থ আছেন।
পুলিশ এর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায় তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জিম্মি করে রাজধানী মালে মাফান্নু জেলার একটি গেস্টহাউসে আটকে রাখা হয়েছিল।
এ ঘটনায় দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।মামলার বিষয়ে আর কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
মালে রাজধানীতে অপহরণ এবং জিম্মি পরিস্থিতির বৃহত্তর রাজধানী অঞ্চলে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।প্রায়শই ভুক্তভোগীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে প্রলোভন দিয়ে আটকে রেখে ব্ল্যাকমেইল করা এবং ছিনতাই করা হয়।