সোমবার ২০ মে মালদ্বীপের রাজধানী মালে শহরের একটি বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এটি এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে এ ধরনের দ্বিতীয় ঘটনা।
পুলিশের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, সোমবার দুপুর ২টা ২০ মিনিটে লাশ দেখার বিষয়টি পুলিশকে জানানো হয়।রাজধানী মালে মাফান্নু জেলার রাবিউ ভিলা নামের একটি ভবনের নিচতলায় এই মৃত ব্যক্তিকে পাওয়া যায়
তবে মৃত্যুর বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।
মালদ্বীপে সর্বশেষ ঘটনাটি ঘটেছে বুধবার হুলোমালেতে একটি ক্যাফের বাইরে পার্ক করা ভ্যানের ভেতর থেকে এক বাংলাদেশিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে পুলিশ জানিয়েছিল, তারা এটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে বিবেচনা করছে।
গত ১৩ মে মালদ্বীপের ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে বান্দেইরি কোশির একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট