মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপাইন নারীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১০ মে) বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।
তিনি জানান, সন্দেহভাজন ৩৮ বছর বয়সী বাংলাদেশি ‘ওপু ভাই’ হিসেবে পরিচিত।
তিনি জানান, পাসপোর্টের পুরোনো সংস্করণগুলো ব্যবহার করত এই সিন্ডিকেট। পলিকার্বোনেট ব্যবহার হয়নি ফলে পরিবর্তন করা সহজ। বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এ চক্রটি। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ।
রুসলিন জুসোহ জানান, সিন্ডিকেটের অন্যকোনো সদস্য আছে কি না তা খুঁজতে তদন্ত চলছে। তবে এ কাজে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে পরিচালক মনে করেন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করতো এই সিন্ডিকেট।
অভিবাসন মহাপরিচালক আরও জানান, পাসপোর্টগুলো প্রকৃত পক্ষে আসল শুধুমাত্র জাল তথ্য ছাড়া। জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বরসহ সমস্ত বিবরণ লেখা হতো।
এ সময় জব্দ করা হয় বাংলাদেশি ১৯৯টিসহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম। তাদের দুইজনকেই দুই সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে।
আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।