কুয়েত প্রবাসী বাংলাদেশি মো. মোবারকের পরিবার ও স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৯ এপ্রিল) দূতাবাসে অফিসিয়াল ফেসবুক পেজে কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৪ সালের ২৩ মার্চ তিনি কুয়েতে মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেশটির ফারওয়ানিয়া হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। মৃত মোহাম্মদ মোবারকের পাসপোর্টে দেওয়া জরুরি যোগাযোগের নম্বরে ফোন করেও তার স্বজনের খোঁজ পাওয়া যায়নি। মোবারকের মরদেহ দেশে পাঠাতে অথবা কুয়েতে সৎকারের জন্য বাংলাদেশে তার স্বজনের/ওয়ারিশের অনাপত্তিপত্রের প্রয়োজন। তার পাসপোর্ট অনুযায়ী; পিতা ইরফান খান, মাতা রহিমা, জন্ম তারিখ ১০ এপ্রিল ১৯৮০, দেশের ঠিকানা সোয়ানি, জয়মন্ডপ, সিঙ্গাইর, মানিকগঞ্জ।
এমতাবস্থায়, মৃত মোহাম্মদ মোবারকের আত্মীয়/ওয়ারিশকে দূতাবাসের নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
ফরিদ হোসেন, কল্যাণ সহকারী: মোবাইল: +৯৬৫ ৯৪৪২৯৭৪৪ আনোয়ার সাদাত, কল্যাণ সহকারী: মোবাইলঃ +৯৬৫ ৯৯৪৬৭৫৩৮।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট