গেল মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধাতি চালু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হচ্ছে।
নতুন পদ্ধতি চালুর প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার পেট্রল ও অকটেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে এ দাম কার্যকর হচ্ছে।
নতুন দামে প্রতি লিটার পেট্রল কিনতে ১২৪ টাকা ৫০ পয়সা ও প্রতি লিটার অকটেন কিনতে গুনতে হবে ১২৮ টাকা ৫০ পয়সা।
এর আগে মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছিল।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।