মালদ্বীপের আড্ডু শহরের ফেইধুতে ৪০টিরও বেশি বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার রাতে আড্ডু সিটির।ফেইধু কাউন্সিল জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে দ্বীপের ৪০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণের পর বন্যায় প্লাবিত হয় যার ফলে হিথাধু ফায়ার স্টেশন এবং সাউদার্ন এরিয়া কমান্ডের সৈন্যরা বন্যার পানি নিষ্কাশনের জন্য দ্বীপে কাজ করচ্ছে ।
ফেইধু মাধেলা আসনের কাউন্সিলর মোহাম্মদ ফয়সাল স্থানীয় গণমাধ্যম কে বলেন, ভারী বর্ষণে কয়েক ডজন বাড়িঘর বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ফয়সাল বলেন কাউন্সিল, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সহযোগিতায় বাসিন্দাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাবে।
এর আগে, মালদ্বীপ মেট্রোলজিক্যাল সার্ভিস (মেট অফিস) ভারী বৃষ্টির জন্য আড্ডু। এবং ফুভাহমুলাহ সিটিতে রাত ৮ঃ৩০ থেকে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছিলো ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।