মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা):
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদ উল্লাহ (২৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ লাটিমী গ্রামের আবদুল মতিনের ছেলে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই হেদায়েত উল্লাহ।
জানা গেছে, দক্ষিণ লাটিমী গ্রামের রাজমিস্ত্রী এমদাদ উল্লাহ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচ মোটর চালু করে পুকুরের পানি কমাতে থাকে। শুক্রবার ভোররাতে বৃষ্টি হলে সেচ মোটরটির অবস্থা দেখতে পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন অবস্থা বুঝতে পেরে তাকে উদ্ধার শেষে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে সে পিতা-মাতা, স্ত্রী ও চারদিন বয়সী এক নবজাতক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
আলকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জিয়া উদ্দিন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। ফেনী জেনারেল হাসপাতাল থেকে লাশ নিয়ে এসে রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে’।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছ ধরার জন্য লাগানো সেচ মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদ উল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে’।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট