মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মংশাপ্রু মার্মা কে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।
শ্রুক্রবার (১৫ই মার্চ )ভোর রাত ০৩ টায় গুইমারা থানাধীন হাফছড়ি ইউপির নতুনপাড়া এলাকার বসত বাড়ি হতে আসামী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মংশাপ্রু মারমা নতুনপাড়া এলাকার শৈলাথৈ মার্মার পুত্র।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ধারা নং ৩৮৫/৩৮৬ পেনাল কোড ও রামগড় থানার মামলা নং-১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মংশাপ্রু মার্মা কে গ্রেফতার করা হয়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্বে হত্যা, চাঁদাবাজি সহ ৩টি ওয়ারেন্ট দীর্ঘ দিন মূলতবী ছিল। আসামী দূর্গম পাহাড়ে পলাতক থাকায় গ্রেফতার করা কঠিন হয়ে যায়,অবশেষে অভিযানিক চৌকস টিম আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।