বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি ।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
(৭ মার্চ) বৃহস্পতিবার রাতে বুড়িচং থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকাল ১০টার সময় বাকশীমূল ইউনিয়নের কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জয়নাল আবেদীনের কাঁঠ গাছ(বাগানের )ভিতরে গাঁজা নিয়ে অবস্থান করছে মাদক কারবারি। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।বুড়িচং থানার এসআই মোঃ রেজাউল করিম ও এএসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে। স্থানীয়দের অভিযোগ এ সীমান্ত এলাকায় ইদানিং ভারতীয় চিনি,কসমেটিকস,মাদক দ্রব্য বেড়ে গেছে। যা যুবসমাজের জন্য হুমকি।রাজনৈতিক ছত্রছায়া চোরাকারবারিরা দিন দিন সক্রিয় হয়ে উঠার কারণে জনমনে আতঙ্ক ও দু- চিন্তা বাড়ছে। শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হলে মাদক কারবার ভয়াবহ আকার ধারণ করবে।এ বিষয়ে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল করিম বলেন,যুবসমাজকে বাঁচাতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণ'কে আরো সচেতন হতে হবে।
উক্ত মামলাটি এসআই(নিরস্ত্র) মোঃ আরিফুল ইসলামকে তদন্ত করার জন্য ওসি আবুল হাসানাত খন্দকার নির্দেশ প্রদান করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট