জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজারের উত্তরে (কুমিল্লা -বাগড়া)সড়কের আজ্ঞাপুর এলাকায় বেপরোয়া ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ফেরদাউস (২১) নামের এক যুবক নিহত হয়েছে।
(২৭ ফেব্রুয়ারি ২০২৪) মঙ্গলবার কুমিল্লা-সালদা সড়কে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম। নিহত ফেরদাউস বাকশীমূল দক্ষিণ পাড়ার এতিমখানা ও ঈদগাহের পাশে বাড়ির ওয়াহেদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,কুমিল্লা-সালদা সড়কে কুমিল্লাগামী বেপরোয়া গতির ট্রাকটি আজ্ঞাপুর-কালিকাপুর মধ্য স্থানে আসার পর পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়।স্থানীয় ব্যবসায়ি সুজন জানান,ওই স্থানে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সাথে সাথে ট্রাক চালক পলাশকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দিলে এস আই জামশেদ ও সঙ্গীয় ফোর্স গিয়ে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোঃ রনি জানান,নিহত ফেরদাউসের বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন এর আগে একটি কিডনিও ফেলে দিয়েছেন চিকিৎসকরা।অসুস্থ পিতা-মাতা ও সংসারের উপার্জনের এক মাত্র অবলম্বন ছিল নিহত ফেরদাউস।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার নিশ্চিত করে বলেন,ট্রাক , চালক ও হেলপার কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট