প্রতিবেশী ভারত মালদ্বীপকে অনুদান সহায়তা প্রদানের জন্য তার বাজেটে ৭২ মিলিয়ন মার্কিন ডলার (এমভিআর ১ বিলিয়ন এমভিআর) বরাদ্দ করেছে।ভারতের সংসদে জমা দেওয়া ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সম্ভাব্য রাজ্য বাজেটে বেশ কয়েকটি প্রতিবেশী দেশকে সহায়তা বরাদ্দ করা হয়েছে।
ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বরাদ্দ করা হয়েছে, যা ৭২ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এটি গত অর্থবছরের তুলনায় ২০ মিলিয়ন ডলার কম, যখন ভারত ৯২ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল।
এ বছর সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ ভুটানকে বরাদ্দ করা হয়েছে, যার পরিমাণ ২৪৯ মিলিয়ন ডলার।
মালদ্বীপ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই কম আর্থিক সহায়তা এসেছে। মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজু ক্ষমতা গ্রহণের পরপরই ভারতকে তার সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান এবং তার প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য ভারতের প্রতিদ্বন্দ্বী চীনকে বেছে নেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।