কুমিল্লা প্রতিনিধি ।
৩০ জানুয়ারি (মঙ্গলবার ) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ মিলনায়তনে ২ দিন ব্যাপি ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ কর্তৃক ইমামদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ এবং জুমার খুতবা সহায়িকা প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব), ড. মুহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, অনুষ্ঠানে স্পেশাল গেষ্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফেরএস বি সি সেকসন চীফ মিস ব্রিজেট জব জনসন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মু: আ: হামিদ জমাদ্দার বলেন, ইমামগন সর্বদা এগিয়ে যাচ্ছে। সমাজ উন্নয়নে ইমামগন বিশেষ ভূমিকা পালন করেছেন। করোনাকালীন সময়ে ইমামগনের অবদান ভোলার নয়। ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন অফিসের পরিচালক ও উপ-পরিচালকসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষনার্থী ইমামগন। অনুষ্ঠানে অতিথিদের নিকট থেকে সনদপত্র গ্রহন করেন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম বিশিষ্ট আলেম ও ধর্মীয় গবেষক মো: আবু তালহা তারীফসহ অন্যান্য প্রশিক্ষনার্থী ইমামগন।
এএনবি২৪/ গাজী জাহাঙ্গীর আলম জাবির।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট