ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে যাওয়া তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটকরা হলেন- জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও শামসুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা টেকনাফ ও কক্সবাজারের ঠিকানা ব্যবহার করে হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে যান। কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট কর্মকর্তা জমা দেওয়া তথ্যাদি পর্যালোচনা করে অসঙ্গতি দেখতে পান।
নাম-ঠিকানা ব্যবহার করে সম্প্রতি তিন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ট্রাভেল পারমিট পেতে তার এক দালালকে চার হাজার রিংগিত (মালয়েশিয়ার মুদ্রা) দেন।
হাইকমিশন মালয়েশিয়ার পুলিশের সহায়তায় দালালের সন্ধান করছে বলে কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আহমাদুল কবির , মালয়েশিয়া
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট