৭ জানুয়ারির ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার সন্ধ্যায় ফকিরাপুল ও কমলাপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এসএম সায়েম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জহির উদ্দিন তুহিন বলেন, আগামী ৭ জানুয়ারির ভোট জনগণ বর্জন করবে। বিএনপির অসহযোগ আন্দোলনে দেশের মানুষের সমর্থন রয়েছে। একতরফা নির্বাচনে দেশের মানুষের কোনো আগ্রহ নেই। সরকারকে লাল কার্ড দেখাতে দেশের মানুষ প্রস্তুত। এই আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।