,রামগড়(খাগড়াছড়ি) খাগড়াছড়ির রামগড় উপজেলার ৩টি করাত কলের মালিককে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নে ২টি ও রামগড় পৌরসভার সদর বাজারে ১টি করাত কলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান সহ বনবিভাগ ও রামগড় থানার পুলিশ প্রতিনিধি।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, লাইসেন্স বিধিমালার ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক লাইসেন্সের শর্তভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালতে করাত কল মালিকগণকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
প্রসঙ্গত, রামগড় উপজেলায় ২৩টি করাত কল রয়েছে। যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের শর্ত মানছেনা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque