ইসরাইল-গাজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায় আলজেরিয়ার জনপ্রিয় ফুটবলার ইউসেফ আতালকে শুক্রবার গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।
আতাল লিগ ওয়ান ফুটবল টুর্নামেন্টে নাইসের হয়ে খেলেন। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদকে ন্যায্যতা’ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
২৭ বছর বয়সী আতালকে গত মাসে ওই পোস্টের কারণে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
যদিও তিনি দ্রুত ওই পোস্টটি মুছে ফেলেন এবং এর জন্য ক্ষমা চান।
স্থানীয় প্রশাসক ও নাইস শহরের মেয়রের কাছ থেকে অভিযোগ পেয়ে নাইসের সরকারি কৌঁসুলী আতালের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। অক্টোবরের মাঝামাঝিই তিনি এ তদন্তের বিষয়ে ঘোষণা দিয়েছিলেন।
আতালকে গ্রেফতারের অর্থ হলো এখন পুলিশ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং আটকের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে অভিযুক্ত করা যেতে পারে, বা আর কোনো তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়া যেতে পারে।
আতালকে ইতোমধ্যেই তার ক্লাব ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ বরখাস্ত করেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে প্রকাশ, ইনস্টাগ্রামে ফিলিস্তিনি একজন ধর্মপ্রচারকের বক্তব্যের ভিডিও শেয়ার করেছিলেন আতাল। অভিযোগ করা হয়, সে ভিডিওতে ওই ধর্মপ্রচারক ইহুদিদের বিরুদ্ধে ‘সহিংসতার উস্কানি’ দিয়েছেন।তবে এএফপি ওই ভিডিও যাচাই করে দেখতে পারেনি।
গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে ফ্রান্স। কারণ দেশটির বাসিন্দাদের মধ্যে একটি বৃহৎ অংশ ইহুদি ও মুসলমান।
হামাসের হামলায় তাদের ১২০০ জনের মতো মানুষ নিহত হয়েছে বলে সরকারিভাবে জানিয়েছে ইসরাইল।
অপরদিকে গাজায় ইসরাইলের ৪৮ দিনের অব্যাহত হামলায় ১৫ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের প্রায় অর্ধেক শিশু। গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস সরকার এ তথ্য জানিয়েছে।
সূত্র : এএফপি, আলজাজিরা
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।