প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ৯:১৮ এ.এম
বুড়িচংউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। শিশুদের শীতকালীন ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে পারিবারিক পরিচর্যা এবং সচেতনতাকে অধিক গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা.মো: মীর হোসেন মিঠু।
তিনি জানান, বছরের নভেম্বর মাস থেকেই শীত মৌসুমের শুরু হয় কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ডিসেম্বরের এই সময় দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকলেও রাতে পড়ছে শীত। এ কারণে শিশুরা ঠান্ডায় আক্রান্ত হয়ে জ্বর, কাশি, শাসকষ্ট, ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। বুড়িচং উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য সেবাকেন্দ্র ও ডাক্তারখানা( ক্লিনিক )ঘুরে দেখা গেছে- সদ্য ভূমিষ্ট থেকে শুরু করে ৫-৬ বছর বয়সি শিশুরা ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সেবা কেন্দ্রগুলোতে ভিড় করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, শীত মৌসুমে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেশি থাকে। তবে বিরূপ আবহাওয়ার কারণে এখন গড়ে ২০০থেকে ৩০০ জন শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বেশি আক্রান্ত শিশুদের ভর্তি রেখে সেবা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট বুড়িচং হাসপাতালে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ৪ জন, ঠান্ডা জনিত কারণে ৯ জন শিশুরোগীকে বেডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু বলেন, শীত মৌসুমে শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন ভাইরাস রোগে উপসর্গ থেকে আক্রান্ত হবে এটা স্বাভাবিক। তবে, শিশুদের পিতামাতা পারিবারিক পরিচর্যার মাধ্যমে শিশুদের স্বাস্থ্যের নজর রাখতে হবে। বিশেষ করে শিশুদের হাত পা নখ পরিষ্কার রাখলে ডায়েরিয়া থেকে মুক্ত ও সময়মতো শিশুদের গরম কাপড় পরিধানে ঠান্ডা রোধ করলে হাঁচি, কাশি, নিউমোনিয়া থেকে পরিত্রাণ পাওয়া যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা ওষুধ পর্যাপ্ত রয়েছে। কোনো শিশু রোগাক্রান্ত হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানান তিনি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque