নব্বই দশকের ঢাকাই ছবির ক্রেজ ছিলেন চিত্রনায়ক ওমর সানি। দুই যুগের বেশি সময় ধরে তিনি ছুটে চলেছেন স্বমহিমায়। তার অভিনীত অসংখ্য ব্যবসাসফল ছবি আজও দর্শকদের মনে গেঁথে আছে।
নায়ক এখন সিনেমায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয়। প্রায়ই তাকে দেখা যায় নানা ইস্যু নিয়ে সরব থাকেন। নিজের মতামত জানান।
আমি যখন বেশ ছোট তখন শুনতাম এবং দেখতাম কিছু ধনী সম্প্রদায়ের মাটির ঘর টিনের ঘরের নিচে সিঁধ কাটতো চোরেরা, সাবধানে থাকতে হতো সবার। আর শুনতাম বর্ষিয়ালা জাগো, এখন সেগুলো নেই সেই চোরের বংশধররা এখন তারা শীথ কাটে না এখন তারা জুলুম করে ব্ল্যাক মানি দালালি এবং বুঝতেই পারছেন কি বলবো এখন যারা আছেন সেই সিঁধকাটা চোরেদের বংশধর।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।