আন্তর্জাতিক ডেস্ক এএনবি২৪ ডট নেট ।
ফিলিপাইনের মিন্দানাওতে শনিবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সুনামি শিগগিরই ফিলিপাইন ও জাপানে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। এর গভীরতা ৩২ কিলোমিটার। স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে এটি আঘাত হেনেছে।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, সুনামির ঢেউ ফিলিপাইনে স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে আঘাত হানতে পারে এবং এই তাণ্ডব কয়েক ঘন্টা ধরে চলতে পারে।
জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর ১টা ৩০ নাগাদ এক মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ জাপানের পশ্চিম উপকূলে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque