কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্কের মধ্য আছেন সীমান্তে বসবাসকারী লোকজন।
বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফের হ্নীলা এলাকায় নাফ নদ সীমান্ত এলাকায় মিয়ানমার অংশে থেমে থেমে গোলাগুলি চলে।
হৃীলা সীমান্তে বসবাসকারী জামাল হোসেন বলেন, ‘বুধবার রাত থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ভারী গুলিবর্ষণ চলে। গুলির শব্দ অনেক বেশি। মর্টারশেলের আওয়াজের মতো মনে হচ্ছে।’
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘আমার এলাকায় সীমান্তে রাতের আঁধারে ভারী গোলাবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। এতে নাফ নদের কাছাকাছি এলাকায় বসবাসকারী লোকজন আতঙ্কে আছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু গুলির শব্দ এত ভারী যে মনে হচ্ছে বাড়ির সামনে এসে গুলি পড়ছে।’
সীমান্তে বসবাসকারীদের ভাষ্য, বুধবার রাতে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং, মৌলভীবাজার, ফুলের ডেইল এলাকার নাফ নদের সীমান্তে থেমে থেমে ভারী গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন তারা।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque