মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবীদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মো. আহেদ আলী (৪২)।
ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। এ ছাড়া, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
ভবন ধসের ঘটনায় আহত দুইজন হলেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জ্বল মৃধা (৩০)। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের মধ্যে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রম সচিব।
অপরদিকে, এ ঘটনার পর থেকে নিখোঁজ ৪ বাংলাদেশি শ্রমিককে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ান ফায়ার সার্ভিস ও পুলিশ।
মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসের ঘটে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান।
পেনাংয়ের উপ-পুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে, এ ঘটনার ভুক্তভোগীরা সবাই বাংলাদেশি নাগরিক।
বাংলাদেশি শ্রমিকদের খোঁজে ঘটনাস্থলে আছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রথম সচিব (লেবার) এ এস এম জাহিদুর রহমান ও পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।