দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় এক নেতাসহ দুইজনকে বহিষ্কার করেছে বিএনপি
মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ ও জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাহাবুবুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এবার মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।